বঙ্গবার্তা ব্যুরো,
প্রথম সাক্ষাতের মত ফিরতি সাক্ষাতেও ওড়িশা এফসি বনাম মহমেডান স্পোর্টিং ম্যাচ গোল শূন্য ড্র। এর ফলে ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ওড়িশা রইল সাত নম্বরে। সমসংখ্যক ম্যাচে ১২পয়েন্ট নিয়ে সবার নিচে।
প্রথম ছয়ের দৌড়ে জোরালোভাবে থাকা প্রতিপক্ষরা যত পয়েন্ট নষ্ট করবে ততই সম্ভাবনা বাড়বে ইস্টবেঙ্গলের। শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোল শূন্য ড্র ওড়িশা এফসির। এই পয়েন্ট নষ্টে সের্জিও লোবেরার দলের প্রথম ছয়ে ঢুকে পড়া কঠিন হল। কারন তারা ২৩ ম্যাচে ৩০ পয়েন্টে পৌঁছল। সর্বোচ্চ তারা ৩৩ পয়েন্টে পৌঁছতে পারবে। পয়েন্ট টেবিলে প্রথম ছয়ের দৌড়ে থাকা মুম্বই সিটি এফসিও ২১ ম্যাচে ৩২ পয়েন্টে রয়েছে। রবিবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসি খেলবে মোহনবাগান সুপারজায়ান্টের বিরুদ্ধে। আইএসএল লিগ শিল্ড জয়ীদের বিরুদ্ধে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার মেহতাব সিংকে পাবে না মুম্বই। যা তাদের বড় ধাক্কা। ফলে মোহনবাগান বনাম মুম্বই ম্যাচ দেখে অস্কার ব্রুজো রবিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে নামতে পারবেন। ইস্টবেঙ্গল সমর্থকরা প্রথম ছয়ে ঢুকে পড়ার জন্য দুই পড়শির পারফরম্যান্সের দিকে তাকিয়ে।
কার্ড সমস্যায় হুগো বুমোস এবং মূর্তাদা ফলের না থাকায় ভুগল ওড়িশা। তারওপর আহমেদ জাহু ব্যক্তিগত কারনে দল ছেড়েছেন। তিন বিদেশির অনুপস্থিতি দিয়াগো মৌরেসিওকে দিয়েও তা ঢাকা যায়নি। প্রথমার্ধে দাপট দেখালেও ওড়িশা সাদা কালো রক্ষন ভাঙতে পারেনি। বিরতির পরে দাপট মহমেডান স্পোর্টিংয়ের। সাদা কালো শিবিরের ফ্রাঙ্কা দ্বিতীয়ার্ধে দিনের সহজতম সুযোগ নষ্ট করেন। শুধু দলের জয় মাঠে ফেলে এলেন না,গোলে ফেরার সুযোগ নষ্ট করলেন। এই ড্রয়ে বিপাকে ওড়িশা। জয়ে ফেরার সুযোগ নষ্ট করে জয় হাতছাড়া হওয়ায় হতাশ মহমেডান।