বঙ্গবার্তা ব্যুরো,
পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেলেন গ্রামবাসীরা।চোপড়ার কালিকাপুরে এই ঘটনা ঘটে ।শনিবার প্রায় ১৭ জনের এক পুলিশ দল এলাকায় যায়।তাঁরা এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল নেতা মুজিবর রহমানকে ধরতে যায়।
পুলিশ যখন তাঁকে ধরতে যায়, ঘটনাস্থলে জড়ো হয়ে যান গ্রামের মানুষ। তারাঁ পুলিশের কাজে বাধা দিতে থাকেন। তারপরেও পুলিশ মুজিবরকে ভ্যানে তুলতে যায়। সেই সময়ই গ্রামবাসীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়। মুজিবরের বিরুদ্ধে অস্ত্র সংক্রান্ত অভিযোগ রয়েছে।
গ্রামবাসীরা অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ সুপার। বিরাট পুলিশ বাহিনীও এলাকায় যায়। পুলিশ সূত্রে খবর যারা মুজিবরকে ছিনিয়ে নিয়ে গিয়েছে তাদের প্রত্যককেই ধরা হবে। তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ১১জন গ্রামবাসীকে ধরতে পেরেছে পুলিশ। অভিযুক্ত মুজিবর এবং তাকে যাঁরা ছিনিয়ে নিয়ে গিয়েছেন তাদের সকলকে না ধরা পর্যন্ত পুলিশের তল্লাশি চলবে বলে জানানো হয়েছে।
চোপড়ায় পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিল গ্রামবাসীরা
