যুবভারতীতে ইস্টবেঙ্গলের রবীবাসরীয় দেখার আশায় সমর্থকরা

East Bengal vs. Bengaluru FC at Yuva Bharati: Fans Hope for a Thrilling Sunday

বঙ্গবার্তা ব্যুরো,
প্রেক্ষাপট বিচার করে প্রতিটি ম্যাচকে ফাইনাল বলছেন অস্কার ব্রুজো। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। আইএসএলের খেলার পাশাপাশি এএফসি কাপেরও খেলা রয়েছে। বারো দিনে চারটে গুরুত্বপূর্ন ম্যাচ খেলার চাপ নিয়ে অস্কার ব্রুজো বলছেন, আমরা জানি ঠাসা ক্রীড়াসূচি। কিন্তু তাতে কোন অজুহাত দিচ্ছি না আমাদের কাছে চারটি ম্যাচই ফাইনাল। সেই চারটি ম্যাচেই সেরাটা দিতে হবে।
আইএসএলের প্রথম ছয়ে ঢুকে পড়তে এই ম্যাচের তিন পয়েন্ট ইস্টবেঙ্গলের কাছে মূল্যবান। ২২ ম্যাচে ২৭ পয়েন্টে দাঁড়িয়ে তারা। মোহনবাগান সুপারজায়ান্ট ড্র করায় ইস্টবেঙ্গল এর আশা ক্ষীন হল। তবে মুম্বই সিটি এফসি,ওড়িশা এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড পয়েন্ট হারালে লাভ ইস্টবেঙ্গলের । কার্ড সমস্যায় রবিবার লালচুননুঙ্গাকে পাবে না ইস্টবেঙ্গল। চোটের জন্য বাইরে নন্দকুমার। রিচার্ড সেলিস,পিভি বিষ্ণু চোট সারিয়ে সম্পূর্ন ফিট হওয়ার পথে। এই দুজনকে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করার ইঙ্গিত দিয়ে রাখলেন লাল হলুদ কোচ।
চলতি আইএসএলে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি শক্তিশালী দল। সুনীল ছেত্রী রয়েছেন তেমনই আছেন পেরেরা দিয়াজ,আলবার্তো নগুরা,রায়ান উইলিয়ামসরা। তাই বেঙ্গালুরু কঠিন ম্যাচ ধরে নিয়ে অস্কার ব্রুজো দলকে তৈরি রাখছেন। বলছেন, বেঙ্গালুরু এফসিতে জানি সুনীল ছেত্রীর মতো ফুটবলার রয়েছে। ওদের আলবের্তো নগুয়েরা, রায়ান উইলিয়ামস দের মত শক্তিশালী ফুটবলার রয়েছে। তাই শুধুমাত্র সুনীলকে নিয়ে ভাবলে চলবে না।
কোচের সুরে সুর মিলিয়ে মহেশ নওরেম সিং জানিয়েছেন,কোচের প্রয়োজন অনুযায়ী আমি যে কোন জায়গায় খেলতে তৈরি। আমার প্রধান কাজ দলকে সাহায্য করা এবং দলের জন্য ৩ পয়েন্টনিশ্চিত করা।
ইস্টবেঙ্গলের নতুন গোল স্কোরারের নাম ডেভিড। তার প্রশংসায় অস্কার ব্রুজো। বলছেন,ডেভিড আমাদের তুরুপের তাস ওর কাজ হচ্ছে সুযোগ পেলে সেটাকে সঠিকভাবে কাজে লাগানো। যতগুলি ম্যাচেও সুযোগ পেয়েছে নিজেকে সঠিকভাবে মেলে ধরেছে, আশা করি রবিবারের ম্যাচেও তাই করবে। কিন্তু গ্রীসের স্ট্রাইকার দিয়ামান্তোকোস সম্পর্কে লাল হলুদ কোচ বলছেন ,দিমি এর উপরেও আশা হারাচ্ছি না। অতীতে কি হয়েছে সেটা নিয়ে এখন আর ভেবে লাভ নেই। পরে চার ম্যাচে আশা করি ও নিজের সেরাটা দেবে এবং আমার বিশ্বাসও গোল করবে।