বঙ্গবার্তা ব্যুরো,
নিউজিল্যান্ডকে হারিয়ে চাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে চলে গেল ভারত।সেমিফাইনালের তাদের খেলতে হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। তবে দলের ম্যানেজার আর দেবরাজকে হঠাৎ দেশে ফিরে আসতে হচ্ছে বলে টিমে একটু সমস্যা হতে পারে। দেবরাজের হঠাৎ মাতৃবিয়োগ হওয়ায় তাঁকে দেশে ফিরতে হচ্ছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রাপ্তি বরুন চক্রবর্তী। তার স্পিনের সামনে নাস্তানাবুদ হয়ে যায় নিউজিল্যান্ড । বরুন পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার অর্জন করেন। দলে তাঁর জায়গা পাওয়া কিছুটা অপ্রত্যাশিত ছিল। হঠাৎ সুযোগ পাওয়ায় নিজেই কিছুটা নার্ভাস ছিলেন বলে জানিয়েছেন।তবে দলে সিনিয়রদের পরামর্শে নিজের কাজটা ঠিক মতো করতে সফল হন তিনি।
ম্যাচে নিউজিল্যান্ডের ফিল্ডিং সবার অনেকদিন মনে থাকবে। বহু চমৎকার ক্যাচ তারা ্নিয়েছে।বিশেষ করে কোহলির ক্যাচ যেভাবে ধরেছে ফিলিপ্স। তার এই ক্যাচ দক্ষিণ আফ্রিকার ঝন্টি রোডসের কথা মনে করিয়ে দিয়েছে ক্রিকেট প্রেমীদের। মূলত নিউজিল্যান্ডের ভাল ফিল্ডিং এর কারণেই ভারতের রান বেশি হয়নি। তারা নিউজিল্যান্ডের সামনে ২৪৯ রানের লক্ষ্যমাত্রা রাখে।শেষ পর্যন্ত তার ৪৪ রানে জিতে যায়।
চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে ভারতকে
