ডিসেম্বরে কর্ণাটকে মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা

বঙ্গবার্তা ব্যুরো,
কর্ণাটকে মুখ্যমন্ত্রীর পদে বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। ডিসেম্বরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসতে পারেন ডি কে শিবকুমার। এবার কর্ণাটকে কংগ্রেসের ক্ষমতায় আসার পিছনে ডি কে শিবকুমারের অবদান অনস্বীকার্য। তখনই মনে করা হয়েছিল মুখ্যমন্ত্রীর পদে বসবেন শিবকুমার।শেষ পর্যন্ত জাতিগত সমীকরণের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর পদে বসেন সিদ্দারামাইয়া।
অনেকে বলেন সেই সময় দুই নেতার মধ্যে আড়াই বছর ধরে ক্ষমতায় থাকার ফর্মুলা তৈরি হয়েছিল। তবে সেই সূত্রের কোনও দলীয় সমর্থন প্রকাশ্যে আসে নি। ডি কে শিবকুমারের দাবির প্রতি রাহুল, সনিয়ারও সমর্থন রয়েছে বলেই দলীয় সূত্রের খবর।
শিবকুমারের দাবির প্রতি কর্ণাটকের বহু বিধায়কের সমর্থন রয়েছে। তাঁরা বলছেন ডিসেম্বরেই মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন ডি কে শিবকুমার। তাঁদের দাবি আগামী বিধানসভা নির্বাচনে কর্ণাটকে ফের ক্ষমতায় আসবে কংগ্রেস। তখনও তিনিই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন।
এদিকে জাতীয় রাজনীতিতে শিবকুমারকে নিয়ে জল্পনা কম হয়নি। তিনি দল ছাড়ছেন বলেও খবর ছড়িয়ে পড়ে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়। এরপরেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শিবকুমারের বসার সম্ভাবনা তৈরি হয়।