বঙ্গবার্তা ব্যুরো,
মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত ঠিক জায়গাটা ধরতে পেরেছিলেন। নির্বাচন কমিশনের খামতি বা ত্রুটি কোথায় তা তিনি দেখিয়ে দিয়েছেন।তাঁর নির্দেশ মতো মাঠে নেমে ভোটার তালিকায় চোখ রাখতেই বহু গলদ বেরিয়ে আসে। দেখা যায় একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড রয়েছে। কমিশন তড়িঘড়ি তার সাফাই দিয়ে জানায় একই নম্বরের একাধিক এপিক কার্ড থাকা মানেই ভুয়ো ভোটার কার্ড নয়। কমিশনের ঐ বক্তব্যে সন্তুষ্ট নয় তৃণমূল কংগ্রেস।
সোমবার দিল্লিতে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ান, সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ এক সাংবাদিক বৈঠক করেন।ডেরেক বলেন, ২৪ ঘন্টার মধ্যে কমিশনকে ভুল স্বীকার করতে হবে, না হলে তারা আরও নথি সামনে আনবে।
তৃণমূলের অভিযোগ একই নম্বরের একাধিক ভোটার কার্ড যা পাওয়া যাচ্ছে তা বেশির ভাগই বিজেপি শাসিত রাজ্যের বাসিন্দাদের। অভিযোগ, দেখা যাবে এই রাজ্যের ভোটাররা ভোট দিতে পারছেন না। কারণ একই এপিক নম্বরের কার্ড দিয়ে অন্য কেউ ভোট দিয়ে গেছে।তিনি বলেন, তৃণমূল কংগ্রেস চায় এ রাজ্যে শুধু পশ্চিমবঙ্গের মানুষই ভোট দেবেন।তৃণমূলের এই অভিযোগের পরে কমিশন এখনও কিছু জানায় নি।
এপিক কার্ড নিয়ে কমিশনের ওপর চাপ বাড়াচ্ছে তৃণমূল
