এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মারপিটে জড়াল এসএফআই-এবিভিপি

পীযূষ চক্রবর্তী,
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্রমেই অশান্ত হয়ে উঠছে। এবার বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি’র সঙ্গে সংঘর্ষে জড়াল এসএফআই। সোমবার বিশ্ববিদ্যালয়ের গেট খুলে ভিতরে প্রবেশ করেন এবিভিপি-র সদস্যরা। তারা এসএফআইয়ের বিভিন্ন পোস্টার ও ব্যানার খুলে ছুঁড়ে ফেলে দেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের চত্বরে থাকা এসএফআইয়ের সমর্থকরা বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই এবিভিপি-র সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ধর্মঘটের ডাক দেওয়া এসএফআই সমর্থকরা। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। সেই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রসঙ্গত গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ দেখান এসএফআই সমর্থকরা। তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তৃণমূল সমর্থিত অধ্যাপকদের মারধোরও করা হয় বলে অভিযোগ। জখম হন বেশ কয়েকজন এসএফআই সমর্থকও। ওই ঘটনার প্রেক্ষিতে বামপন্থী ছাত্র সংগঠন বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা প্রতিবাদ মিছিল করা হয়। এবার পিছিয়ে থাকল না বিজেপিও। এদিন বিজেপির ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের ছাত্র গিয়ে এসএফআইয়ের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াল। যার প্রেক্ষিতে ক্রমেই অশান্ত হয়ে উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর।