এক আলিঙ্গনে দূরত্ব ঘোচার ইঙ্গিত বলিউডে

বঙ্গবার্তা ব্যুরো,
ভেতরে যাই থাক, বলিউডের নায়ক-নায়িকারা প্রকাশ্যে সব সময়ই একটা ফিল গুড মুহূর্ত উপহার দেন ছবি শিকারিদের। বহু নায়ক- নায়িকার ব্যক্তিগত সম্পর্ক ভাল না হলেও প্রকাশ্যে তা কখনও তুলে ধরতে চান না ।এই নিয়েমের ব্যতিক্রম কিন্তু আছে, বা বলা ভাল ছিল। বলিউডের এভারগ্রীন নায়িকা রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের পরিবারের মধ্যে সব সময়ই একটা অদৃশ্য গন্ডি টানা ছিল।
সম্প্রতি এক অনুষ্ঠানে সেই গন্ডি সরে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেল। ফটোফ্রেম অন্তত সে কথাই বলছে। মঞ্চে একসঙ্গে দেখা গেল জুনিয়র বচ্চন মানে অভিষেক এবং রেখাকে। তার চেয়েও বড় কথা দু জনেই পরস্পরের কাছে আসেন আলিঙ্গন করেন। রেখাকে দেখা যায় অভিষেকের চিবুক ছুঁয়ে আদর করতে। অভিষেকও একই ভাবে রেখার সঙ্গে আন্তরিক ব্যবহার করেন।
বলিউডে অমিতাভ বচ্চন এবং রেখার অনুচ্চারিত প্রেম কাহিনি সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। এদিকে অমিতাভ বচ্চনের পরিবার আছে, ছেলে , মেয়ে তো বটেই নাতি নাতনিও বড় হয়ে ্গেছে। তাই তাঁদের নিয়ে যাতে কোনও রকম জল্পনা তৈর না হয় সে দিকে তিনি সব সময় সতর্ক থেকেছেন। রেখাও তাই। কিন্তু সম্প্রতি অভিষেক আর রেখার মঞ্চে আন্তরিক ব্যবহারে মনে হচ্ছে হয়ত দুই পরিবার কিছুটা হলেও কাছাকাছি আসছে।