বঙ্গবার্তা ব্যুরো,
অভিযান শিল্প নিরাপত্তা বাহিনীর উদ্যোগে নদী তট ধরে সাইকেল অভিযান। চলতি বছরের থিম – সুরক্ষিত তট সমৃদ্ধ ভারত – ১২৫ সাইকিল্স্টের অভিযান। আগামী ৭ তারিফ যাত্রার সূচনা। মোট ৬,৫৩৩ কিলোমিটার পথ সাইকেলে পরিক্রমা করবে ১২৫ জন সাইকেল আরোহী তথা ওই অভিযাত্রী দলে ১৪ জন মহিলা প্রতিযোগী ও যোগ দেবে। সংস্থার ইন্সপেক্টর জেনারেল শিখর সহায় এ প্রসঙ্গে জানান, সংস্থার ৫৬ তম দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এই কর্মসূচির ঘোষণা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চলের উপ মহানির্দেশক কে প্রতাপ সিং ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অজয় কুমার। এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে। জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে সচেতনতার উদ্দেশ্যে এই অভিযানে গুরুত্ব আরোপ করা হয়েছে , চোরাই ড্রাগ, অস্ত্রশস্ত্র, ও বিস্ফোরক নিয়ে লেনদেনের কুফল মূলতঃ উপকূল অঞ্চলের বাসিন্দাদের মধ্যেই তুলে ধরা। ২৫ দিন ধরেই তা চলবে। পূর্ব উপকূলে বকখালি থেকে হবে এই অভিযান হলদিয়া ও দীঘা পর্যন্ত। কন্যাকুমারিকার স্বামী বিবেকানন্দ রকেই পৌঁছে তা সমাপ্তি ঘটবে। পশ্চিম উপকূল বরাবর লাখপত, গুজরাত থেকে সূচনা হবে। এই অভিযানের পথ পরিক্রমা যথাক্রমে – সুরাট, মুম্বই, গোয়া, ম্যাঙ্গালোর, এবং পশ্চিমে কোচি পর্যন্ত ও হলদিয়া, কোনারক, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, এবং পূর্বে পন্ডিচেরী পর্যন্ত চলবে। এই অভিযানের পোশাকি নাম – সিআইএসএফ কোস্টাল সাইক্লোথন।
নদীতট নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে নদী তট ধরে সাইকেল
