পীযূষ চক্রবর্তী,
কসবা কাণ্ডে গ্রেফতার করা হল মৃত সোমনাথ রায়ের মামা-মামিকে। মঙ্গলবার মামা প্রদীপ ঘোষাল ও মামি নীলিমা ঘোষালকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা পুলিশে কর্মরত প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে মৃত সোমনাথ ও তার স্ত্রী সুমিত্রাকে মানসিক অত্যাচারের অভিযোগ করেছেন সোমনাথের শ্বশুর ও শ্যালিকা। তাদের অভিযোগ, ওই দুজন সোমনাথের নামে থাকা জমি হাতিয়ে নিতে চেয়েছিলেন। সেই কারণেই বার বার সোমনাথদের ওপর মানসিক অত্যাচার চালাতেন ওই দুজন। সেই কারণেই আড়াই বছরের ছেলে রুদ্রনীলকে নিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই দম্পতি।
তবে ওই তিনজনের মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেখানে দেনার কথা লেখা রয়েছে। আত্মহত্যার পিছনে দেনার বিষয়টি রয়েছে কিনা পুলিশ সেই দিকটিও খতিয়ে দেখছে।
প্রসঙ্গত, মঙ্গলবার কসবার হালতুতে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় একই পরিবারের তিনজনের দেহ। পেশায় অটোচালক সোমনাথের স্ত্রী-পুত্র সহ আত্মহত্যার বিষয়টি কেউ মেনে নিতে পারেননি।
কসবা কাণ্ডে গ্রেফতার সোমনাথের মামা-মামি
