বঙ্গবার্তা ব্যুরো,
নিউ দিল্লি রেল স্টেশনের কুলিদের দাবি সংসদে তুলবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিজের হিন্দি এক্স হ্যান্ডেলে তিনি এ কথা জানিয়েছেন। একই সঙ্গে রেল কুলিদের সঙ্গে তার ফটোও পোস্ট করেছেন।
রাহুল বলেন, এই কুলিরা নিউ দিল্লি স্টেশনে পদষ্টের ঘটনার দিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষকে বাচিয়েছেন । বহু মানুষকে হাসপাতালে পৌছে দিতে সাহায্য করেছেন। তিনি বলেন এই মানুষরা দিনরাত অসম্বব পরিশ্রম করেন। এমনও দিন গেছে যেদিন পরিবারের জন্য টাকা পাঠাতে গিয়ে নিজেরা খালি পেটে থেকেছেন।
রাহুল গান্ধী বলেন এই মানুষদের দাবির কথা তিনি পার্লামেন্টে তুলবেন। একই সঙ্গে তিনি বলেন এদের দাবি আদায়ের জন্য পাশে থেকে যতদূর সাহায্য করা যায় করবেন।
৫ ফেব্রুয়ারি নিউ দিল্লি স্টেশনে বড় রকমের পদপিষ্টের ঘটনা ঘটে।প্রায় ১৮ জনের মৃত্যু হয়। আহত হন বহু মানুষ।সেই সময় এই কুলিরা বহু ঝুকি নিয়ে উদ্ধার কাজে ঝাপিয়েছিলেন। বহু মানুষকে চাপা পড়া অবস্থা থেকে উদ্ধার করেন। অনেককে নিজেদের ঠেলা করে হাসপাতা্লে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলান্স পর্যন্ত পৌছে দেন।
এই কুলিদের সঙ্গে দেখা করে কথা বলেন রাহুল গান্ধী। তাঁদের সুবিধে অসুবিধের কথাও শোনেন। এরপরেই তিনি সমাজ মাধ্যমে এই কুলিদের নিয়ে পোস্ট করেন। তিনি বলেন কুলিদের অধিকার আদায়ে তিনি লড়াই করে যাবেন। রেল কুলিদের দাবি তাদের রেলের চতুর্থ শ্রেণির কর্মীর অধিকার দেওয়া হোক।
রেল কুলিদের দাবী সংসদে তুলবেন রাহুল গান্ধী
