সার্বিয়ার ছাত্র আন্দোলন আরো জোরদার, সংসদে স্মোক গ্রেনেড, এক আইন প্রণেতার হার্ট অ্যাটাক

বঙ্গবার্তা ব্যুরো
চার মাস ধরে চলা এক বিক্ষোভের জেরে সার্বিয়ার পার্লামেন্টের ভেতরে ছোড়া হল স্মোক গ্রেনেড, পিপার স্প্রে, ডিম। আর এর জেরে স্ট্রোকে আক্রান্ত হলেন এক আইনপ্রণেতা। সার্বিয়ায় চার মাস ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ চলছে। এই রাজনৈতিক সংকট শুরু হয় নভি সাদ শহরের একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে পড়ার পর, যাতে ১৫ জনের মৃত্যু হয়। মৃতদের জন্য প্রার্থনার মাধ্যমে শুরু হওয়া আন্দোলন চার মাস ধরে প্রায় প্রতিদিনের বিক্ষোভে পরিণত হয়, যা সার্বিয়ান সমাজের বিশাল অংশকে আকৃষ্ট করেছে এবং এই বলকান রাষ্ট্রের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে।
এই বিক্ষোভে শিক্ষক, কৃষকসহ অন্য পেশার লোকজনও শামিল হলে তা প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিসের এক দশকের শাসনের জন্য বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। অনেকেই লাগামহীন দুর্নীতি ও সরকারের অদক্ষতার সমালোচনা করছেন।
সার্বিয়ার সংসদে মঙ্গলবার বিক্ষোভরত শিক্ষার্থীদের সমর্থনে বিরোধী দলের আইনপ্রণেতারা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় শিক্ষার্থীদের সমর্থনে সভাকক্ষের ভিতরে ধোঁয়ার গ্রেনেড ছুঁড়ে মারে। কেউ কেউ তাদের আসন থেকে লাফিয়ে উঠে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।