ফের আলোচনায় প্রস্তুত জেলেনস্কি, চিঠি পেয়ে জানালেন ট্রাম্প

ফের হতে পারে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক। কারণ জেলেনস্কি জানিয়েছেন দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের উদ্যোগ হিসেবে আলোচনার টেবিলে বসতে রাজি ইউক্রেন। গত শুক্রবার ওয়াশিংটনে খনিজ চুক্তি স্বাক্ষর করতে গিয়ে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুমুল তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট। এরপরই দুই নেতার আলোচনা থামিয়ে দেওয়া হয়।এর পর চুক্তি সই না করেই জেলেনস্কি আমেরিকা ছাড়লেও তাঁর পাশে দাঁড়ায় যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপের একটা বড় অংশ।যদিও তা ভালভাবে নেয় নি আমেরিকা।এরপর ট্রাম্পের নির্দেশে ইউক্রেনে সব ধরনের মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়।
মঙ্গলবারই জেলেনস্কি জানিয়েছেন যে তিনি “যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত”, ওভাল অফিস বৈঠকটিকে ‘অনুশোচনীয়’ বা ‘অনুতাপের’ বলে অভিহিত করেছেন। জেলেনস্কি এক্স-এ তাঁর পোস্টে বলেছেন, “শুক্রবার ওয়াশিংটনে, হোয়াইট হাউসে আমাদের বৈঠকটি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। তিনি আরও উল্লেখ করেছেন যে স্থায়ী শান্তির কাছাকাছি যেতে ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে যেতে প্রস্তুত।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া বক্তব্যে জেলেনস্কির কাছ থেকে পাওয়া চিঠি পড়ে শোনান ট্রাম্প। তিনি ভাষণে বলেন, চিঠিতে বলা হয়েছে, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে আমেরিকা যতটুকু সহায়তা করেছে, তাকে আমরা প্রকৃত অর্থে মূল্য দিই। ট্রাম্প আরও বলেন, ‘খনিজ ও নিরাপত্তা নিয়ে চুক্তির বিষয়ে, আপনার যখন সুবিধা হবে তখনই এতে সই করতে রাজি আছে ইউক্রেন।’ মার্কিন প্রেসিডেন্ট এটাও জানিয়েছেন যে, কিয়েভ মস্কোর সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে।