বঙ্গবার্তা ব্যুরো,
বৃহস্পতিবার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার মুখীমঠে গঙ্গা আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন এলাকার মানুষ।
শীতকালে মা গঙ্গার বাসস্থান বদলে যায়। তুষার পাতের কারণে গঙ্গোত্রী মন্দির ছ মাস বন্ধ থাকে।সেই সময় দেবী মুর্তীর বাসস্থান হয় এই মুখীমঠ।গ্রীষ্মকালে আবার ওই মন্দির খুলে দেওয়া হয়। সেখানেই পুজো করেন নরেন্দ্র মোদী। গঙ্গোত্রী মন্দির যখন খুলে দেওয়া হয় তকহ্ন মূ্তি আবার সেখানে নিয়ে যাওয়া হয়।মূর্তি নিয়ে যাওয়ার সময় খুব জাঁকজমক করে শোভাযাত্রা করা হয়। নানা রকম অনষ্ঠানেরও যয়োজন করা হয়।
দেরাদুন বিমান বন্দরে ্প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সমাজ মাধ্যমে তিনি লেখেন প্রধানমন্ত্রীর এখানে আসা এক ঐতিহাসিক ঘটনা। এর ফলে মুখীমঠ বিশ্বের পর্যটন মানচিত্রে জায়গা পেয়ে যাবে।
মুখী মঠে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
