বঙ্গবার্তা ব্যুরো,
প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক প্রধান লড়াই করছেন, এটা দু জনের পক্ষেই ভাল নয়।কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ এই কথা বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে আদালতে মামলা চলছে। সেই মামলায় আদালতের এই পর্যবেক্ষণ।
বেশ কিছুদিন ধরেই রাজ্যের দুই প্রধানের মধ্যে মামলা চলছে। সেই মামলার শুনানিতেই বিচারপতির এই পর্যবেক্ষণ। গত বছর বিধানসভার দুই আসনে উপনির্বাচন হয়। তাতে জয়ী বিধায়কদের শপথ গ্রহণ নিয়েই দুই প্রধানের মধ্যে বিবাদের শুরু। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রায়াত হোসেন এবং মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা হয়।সেই মামলার সূত্রেই কলকাতা হাইকোর্টে কৃষ্ণা রাওয়ের ডিভিশন বঞ্চের পর্যবেক্ষণ রাজ্যের দুই প্রধান পরস্পরের বিরুদ্ধে আদালতে লড়াই করছেন এটা দু জনের পক্ষেই ভাল নয়। তিনি বলেন আপনারা আদালতের বাইরে এটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।মমতার আইনজীবী বলেন আদালতের বাইরে মিটিয়ে নেওয়ার কথাটা নির্দেশে উল্লেখ করা হোক।
এই পরিস্থিতিতে মমতার আর এক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় চায়ের আড্ডার প্রস্থাব দেন। সে কথা শুনে মুচকি হেসে সম্মতি জানান বিচারপতি।
আদালতের বাইরে মিটিয়ে নিন মুখ্যমন্ত্রী রাজ্যপালকে পরামর্শ বিচারপতির
