কসবায় সুশান্ত ঘোষ কাণ্ডে উদ্ধার আগ্নেয়াস্ত্র

কসবা কাণ্ডে উদ্ধার আরও বেশ কিছু অস্ত্র। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় ধৃত লক্ষ্মণ শর্মা ওরফে ছোটুকে জিজ্ঞাসাবাদ করেই আরও বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছেন তদন্তকারীরা। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে কসবার বোসপুকুরের একটি পরিত্যক্ত জায়গা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। যার মধ্যে রয়েছে নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজ়িন এবং ১২ রাউন্ড কার্তুজ। খোদ কলকাতার বুক থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কিছুটা চিন্তিত পুলিশ। প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্তকে তাঁর বাড়ির সামনে গুলি করে মারার চেষ্টা করে দুই আততায়ী। কিন্তু পিস্তল থেকে গুলি না বেরোনোয় প্রাণে বাঁচেন সুশান্ত। পরে বাইক চালিয়ে পালানোর চেষ্টা করলে একজনকে ধরে ফেলেন সুশান্তর সঙ্গে থাকা লোকজনেরা। পরে ধরা পড়ে মূল ষড়যন্ত্রকারী আফরোজ খান। পরে ধরা পড়ে লক্ষ্মণ। তাকে জেরা করেই এই অস্ত্র উদ্ধার করে পুলিশ।