সত্য-প্রচারক

অমৃত কথা

যে সৎকেই চিন্তা করে, সৎকেই যাজন করে, সে সত্যেরই ভক্ত – সেই প্রকৃত প্রচারক।
ঠিক ঠিক বিশ্বাস, নির্ভরতা ও ভক্তি না থাকলে সে কখনই প্রচারক হতে পারে না।
প্রকৃত সত্য-প্রচারকই জগৎের প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী। তার দয়ায় কত জীবের যে আত্মোন্নয়ন হয় তার ইয়ত্তা নেই।
সেই প্রকৃত প্রচারক, যে আপন মহত্ত্বের কথা ভুলেও মুখে আনে না, আর শরীর দ্বারা সত্যের আচরণ করে, মনে সত্যচিন্তায় মুগ্ধ থাকে এবং মুখে মনের ভাবানুযায়ী সত্যের বিষয় বলে।
যেখানে দেখবে কেউ বিশ্বাসের, গর্বের সহিত সত্যের বিষয় বলছে, দয়ার কথা বলতে আনন্দে ও দীনতায় অধীর হয়ে পড়ছে, প্রেমের সহিত আবেগভরে সবাইকে ডাকছে, আলিঙ্গন করছে — আর যে মুহূর্তে তার মহত্ত্বের কথা কেউ বলছে, তা স্বীকার করছে না বরং দীন এবং ম্লান হয়ে বুকভাঙা মত হয়ে পড়ছে – খুবই ঠিক, তার কাছে উজ্জ্বল সত্য আছেই আছে — আর তার সাধারণ চরিত্রেও দেখতে পাবে সত্য ফুটে বেরুচ্ছে।
যে সত্য প্রচার করতে গিয়ে আপন মহত্ত্বের গল্প করে এবং সব-সময় আপনাকে নিয়েই ব্যস্ত, আর নানারকমের কায়দা করে নিজেকে সুন্দর দেখাতে চায়, – যার প্রতি অঙ্গসঞ্চালনে ঝলকে ঝলকে অহঙ্কার ফুটে বেরুচ্ছে, – যার প্রেমে অহঙ্কার, কথায় অহঙ্কার, বিশ্বাসে জ্ঞানে ভক্তিতে নির্ভরতায় অহঙ্কার, সে হাজার পণ্ডিত হোক, আর সে যতই জ্ঞান-ভক্তির কথা বলুক না কেন, নিশ্চয় জেনো সে ভণ্ড, তার কাছ থেকে বহুদূর সরে যাও, শুনো না তার কথা, কিছুতেই তার হৃদয়ে সত্য নেই — মনে সত্য না থাকলে ভাব কি ক’রে আসবে? ‘সত্যানুসরণ’