মার্কিন সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, তাহাউর রানার আবেদন খারিজ, এবার হাতে পাবে ভারত?

বঙ্গবার্তা ব্যুরো,
মুম্বাই সন্ত্রাসী হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানা বড় ধাক্কা খেলেন মার্কিন সুপ্রিম কোর্টে।২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী রানা।এছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।রানা ২৬/১১ হামলার ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলির ঘনিষ্ঠ সহযোগী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের সময়েই তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মার্কিন দেশের শীর্ষ আদালতে আবেদন করেন রানা। তাঁর সেই জরুরি আবেদনে যুক্তি দেন যে ভারতে তাকে ন্যায়বিচার দেওয়া হবে না এবং তিনি নির্যাতনের শিকার হতে পারেন। কারণ রানা দাবি করেন যে তিনি পাকিস্তানি বংশোদ্ভূত, মুসলিম হওয়ায় ভারতে তাকে নির্যাতনের শিকার হতে হবে।
যদিও মার্কিন সুপ্রিম কোর্ট তার ভারতে প্রত্যর্পণ স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে।মার্কিন আদালত এই দাবিকে গুরুত্ব না দিয়ে প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে।এবার সব বাধা সরে যাওয়ায় মার্কিন সরকারের অনুমোদন সাপেক্ষে রানাকে ভারতে প্রত্যর্পণ করা হবে, যেখানে ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি হতে হবে তাঁকে। ভারত ইতিমধ্যেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।