বঙ্গবার্তা ব্যুরো,
আইএসএলে প্রথম ছয়ে জায়গা পাওয়ার আশা শেষ হয়েছে ঠিকই কিন্তু কোচ অস্কার ব্রুজো মন দিয়েছেন এএফসি কাপে। শনিবার প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড, তাই সহকারী বিনো জর্জ আইএসএলের শেষ ম্যাচ খেলতে শিলংয়ে।

আইএসএলের প্রথম সাক্ষাতে ঘরের মাঠে জিতেছিল ইস্টবেঙ্গল। নর্থ ইস্ট ইউনাইটেডকে রুখে ১-০ গোলে হারিয়েছিলেন অস্কার ব্রুজো। মরোক্কান স্ট্রাইকার আলাইদিনকে রুখে ম্যাচ বের করে নিয়েছিলেন। এবার চ্যালেঞ্জ সামলানোর দায়িত্ব অস্কারের ডেপুটি বিনো জর্জের ওপর। ক্লেটন সিলভা এবং দেবজিৎ মজুমদার ছাড়া দলের বাকি সবাই কলকাতা লিগে খেলা ফুটবলার। দুরন্ত ফুটবল কলকাতা লিগে উপহার দিয়েছিলেন জেসি টিকে,পিভি বিষ্ণু, আমন সিকেরা। এবার আইএসএলের মঞ্চে প্রমান করার ম্যাচ। টানা চার ম্যাচ অপরাজিত ইস্টবেঙ্গল। ২৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে তারা। বিনো জর্জ বলছেন তারা প্রস্তুতি নিয়েই শিলংয়ে পা দিয়েছেন। শিলংয়ের ঠাণ্ডা তাদের কাছে প্রতিবন্ধকতা নয়। কারন এই মাঠে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড ভালো এবং শক্তিশালী দল জানেন। তাই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করেন। চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ক্লেটন সিলভা। এএফসির মঞ্চে আর্কাদাগ এফ কের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন। এবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শুরু থেকে আক্রমনের নেতৃত্ব দেওয়ার ভার। একই সঙ্গে চলতি আইএসএলে গোলে খাতা খোলার ব্যক্তিগত চ্যালেঞ্জও রয়েছে তাঁর নিজের কাছে। কোচের পাশে বসে জেসিন টিকে বলেছেন তারা তৈরি হয়ে এসেছেন। জয় ছাড়া অন্য ভাবনা নেই। বিকেল পাঁচটায় ম্যাচ। খেলা শেষে এই দলের বিষ্ণু ক্লেটনরা মূল দলের সঙ্গে যোগ দিতে বিমান ধরবেন। সব মিলিয়ে আইএসএল জয় দিয়ে শেষ করার চ্যালেঞ্জ সামলানোর ভার বিনো জর্জর ইস্টবেঙ্গলের।