প্রাক্তন কোচ কোলাসোকে সংবর্ধনা ইস্টবেঙ্গল ক্লাবের

East Bengal Club Honors Former Coach Armando Colaco

বঙ্গবার্তা ব্যুরো,
এই বছরের দ্রোণাচার্য সম্মানে সম্মানিত ক্লাবের প্রাক্তন প্রশিক্ষক আর্মান্দো কোলাসোকে
সম্বর্ধনা দিল ইস্টবেঙ্গল। ২০১৩ র ১৪ই নভেম্বর থেকে ২০১৫ র ১৯শে ফেব্রুয়ারী পর্যন্ত আর্মান্দো কোলাসো ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রশিক্ষক I ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই পরাজিত করেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকেI আজ ক্লাব তাঁবুতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে তার প্রশিক্ষণে খেলা খেলোয়াড়েরা I যাদের মধ্যে দীপক মন্ডল, আলভিটো দি কুনহা, সৌমিক দে, অর্নব মন্ডল, মহম্মদ রফিক, শুভাশীষ রায় চৌধুরী প্রমুখ I আর্মান্দো কোলাসোর প্রশিক্ষণে খেলার দিনগুলোর কথা অনুষ্ঠানে তারা তুলে ধরেন I আর্মান্দো কোলাসোকে সংবর্ধিত করেন ক্লাবের সহ সভাপতি কল্যাণ মজুমদার, সাধারণ সচিব রূপক সাহা, ক্লাবের ট্রেজারার দেবদাস সমাজদার ও টেনিস সচিব ইন্দ্রনীল ঘোষ I তাকে পরিয়ে দেওয়া হয় ক্লাবের উত্তরীয়, তার হাতে তুলে দেওয়া হয় লাল হলুদ ফুলের তোড়া, মানপত্র, ইস্টবেঙ্গল ক্লাবের প্রশিক্ষণে থাকার সময়ের নানান ছবির ফ্রেম, ঘড়ি, আর্মান্দো কোলাসো লেখা ক্লাব জার্সি, ধুতি পাঞ্জাবি, মিষ্টি I খেলোয়াড়েরাও তাদের প্রিয় কোচের হাতে তুলে দেন ব্লেজার I সহ সভাপতি কল্যাণ মজুমদার তার বক্তব্যে তার সচিব থাকাকালীন আর্মান্দো কোলাসোর সাথে ঘটা নানান ঘটনা ব্যক্ত করেন I টিমের তৎকালীন মেডিসিন সংক্রান্ত সমস্ত বিষয় যিনি দেখতেন সেই ডাক্তার শাম্ব সম্রাট সমাজদার তার বক্তব্যে আর্মান্দো কোলাসোর সাথে কাজ করার দিনগুলোর কথা তুলে ধরেন I দেবব্রত সরকার তার বক্তব্যে আর্মান্দো কোলাসোকে প্রথম ইস্টবেঙ্গলে নিয়ে আসার দিনগুলো থেকে তার পরবর্তীতে ক্লাবের প্রশিক্ষক রূপে থাকার সময়গুলো তুলে ধরেন I আর্মান্দো কোলাসোর প্রশিক্ষক জীবনের নানা দিক দিয়ে তৈরী করা একটি ভিডিও অনুষ্ঠানে দেখানো হয় I আর্মান্দো কোলাসো তার বক্তব্যের শুরুতেই ইস্টবেঙ্গল ক্লাবকে তার তৃতীয় ঘর বলে উল্লিখিত করেন I তিনি বলেন, নিজের বাড়ি এবং ডেম্পো ক্লাবের পরেই আজও ইস্টবেঙ্গল ক্লাব হলো আমার তৃতীয় ঘর I শতাব্দী প্রাচীন এই ক্লাবের ইতিহাসের নানা কথা তিনি তার বক্তব্যে তুলে ধরেন I এই ক্লাবে প্রশিক্ষক রূপে কাজ করতে পেরে তিনি যে গর্বিত, সেটাও তার বক্তব্যে উঠে আসে I সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি I