লিস্টনের বিশ্বমানের গোল, জয়ে ফিরল মোহনবাগান

বঙ্গবার্তা ব্যুরো,


ম্যাচের প্রথম পয়তাল্লিশ মিনিট একেবারেই পরিচিত ছন্দে পাওয়া যায়নি সবুজ-মেরুন ব্রিগেডকে। তবে দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফিরল মোহনবাগান। নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণের চাপ বাড়ালো বেঙ্গালুরুর রক্ষণে। ফলস্বরূপ লিস্টন কোলাসোর অনবদ্য গোলে মূল্যবান তিনটি পয়েন্ট ছিনিয়ে নিল মোহনবাগান।


ম্যাচের শুরু থেকে অগোছালো ফুটবলে বিক্ষিপ্ত কিছু আক্রমণ তৈরি হলেও, প্রথম পনেরো মিনিটে দর্শনীয় ফুটবল উপহার দিতে পারেননি স্টুয়ার্ট, ম্যাকলারেনরা। ২৬ মিনিটে প্রথম আক্রমণের সুযোগ পেয়েছিল মোহনবাগান। যদিও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফিরতি আক্রমণে সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু। কিন্তু উইলিয়ামসের নির্বিষ শট সহজেই বাঁচিয়ে দেন বিশাল। ৩৮ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর দূরপাল্লার শট রুখে দেন গুরপ্রীত। প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে সংযোজিত সময়ে সহজ সুযোগ নষ্ট করেন সুনীল ছেত্রী। ফলে গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে হোসে মোলিনার দল। ৪৮ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন জেমি ম্যাকলারেন। বক্সের মধ্যে গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছিলেন মনবীর। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি জেমি। ৫৯ মিনিটের মাথায় দলের নিশ্চিত পতন রোধ করেন বিশাল। নগুয়েরার দুরন্ত হেডার রুখে দিয়ে মোহনবাগানকে ম্যাচে রাখেন তিনি।

অবশেষে ৭৪ মিনিটের মাথায় বিশ্বমানের গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। বাঁ প্রান্ত থেকে বক্সের মধ্যে বল ভাসিয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট। সেই বল ক্লিয়ার করেন রাহুল ভেকে। ফিরতি বল দূরপাল্লার শটে জালে জড়িয়ে দেন লিস্টন। ম্যাচের শেষ মুহুর্তে রাহুল ভেকের হেডার লক্ষ্যে থাকলে পরীক্ষার মুখে পড় ভতে পারতেন বিশাল। শেষ পর্যন্ত লিস্টন কোলাসোর করা একমাত্র গোলে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে জয়ের সরণীতে ফিরল মোহনবাগান।