পীযুষ চক্রবর্তী,
হাওড়া থেকে গ্রেফতার বিহারের এক কুখ্যাত দুষ্কৃতী। শুক্রবার গভীর রাতে হাওড়ার নিত্যধন মুখার্জি লেন থেকে রাজা মাহাতো নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। বিহারের মুজাফ্ফরপুর এবং হাওড়া সিটি পুলিশ যৌথ তল্লাশি করে তাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে খুন, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। বিহারে ‘রাজাবাবু’ নামেই পরিচিত ওই দুষ্কৃতী। ২০২২ সালে বিহারের মুজাফ্ফরপুরে একটি বহুজাতিক সংস্থায় ডাকাতি ও একজনকে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারপর থেকেই সে হাওড়ায় অন্য নাম নিয়ে থাকছিল। গোপন সূত্রে খবর পেয়ে মুজাফ্ফরপুর পুলিশ হাওড়া সিটি পুলিশকে রাজার বিষয়টি জানায়। সেই সূত্রেই শুক্রবার গভীর রাতে পুলিশ হানা দিয়ে গ্রেফতার করে অভিযুক্তকে।
হাওড়া থেকে গ্রেফতার বিহারের কুখ্যাত দুষ্কৃতী
