পদযাত্রায় শামিল তিলোত্তমার বাবা-মা

আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় বিচারের দাবীতে ফের রাস্তায় চিকিৎসক পড়ুয়া জুনিয়র চিকিৎসকদের ফ্রন্ট ও নাগরিক সমাজ। মেডিক্যাল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তাদের এই পদযাত্রায় সামিল হলেন চিকিৎসক তরুণীর বাবা মা। জুনিয়র ডক্টরস ফ্রন্টের দেবাশীষ হালদার বলেন তিলোত্তমার মৃত্যু এক বৃহৎ ষড়যন্ত্র, তা বলেছে তদন্ত কারী সংস্থা। তবু তারা আশা ছাড়ছেন না। নাগরিক সমাজ ও হতাশ বিচারের বিলম্বের জন্য। আর তিলোত্তমার বাবা মা বিচারের অপেক্ষায় অনন্তের পথ চেয়ে থাকতে রাজি। চান সুবিচার আসুক তাদের মেয়ের হত্যার