বঙ্গবার্তা বুরো,
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাল চিন। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি-সংক্রান্ত আলোচনার মধ্যে শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দেশটির বিদেশমন্ত্রী ওয়াং ই।চিনের বিদেশমন্ত্রী বলেন, “যদি প্রভাবশালী দেশগুলো সত্যিই গাজার জনগণের প্রতি যত্নশীল হয়, তবে তাদের উচিত সেখানে একটি বাস্তবসম্মত ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক সহায়তা বৃদ্ধি করা।”
দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ১৯ জানুয়ারি প্যালেস্তাইনের গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। তিনটি পর্বের এই যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয় গত শনিবার (১ মার্চ)। তবে ইসরায়েল দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানিয়ে প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু ইসরায়েলের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে দ্বিতীয় ধাপের আলোচনায় জোর দিয়েছে হামাস। এমন অবস্থায় ফের হুমকির মুখে গাজায় যুদ্ধবিরতি চুক্তি।ইজরায়েলকে পাশ কাটিয়ে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েলি বন্দিদের মুক্তি নিশ্চিত করতেই এ আলোচনা। তবে যুক্তরাষ্ট্র-হামাস সরাসরি আলোচনাকে ভালোভাবে নিচ্ছে না ইজরায়েল। চিনের দাবি বাস্তবসম্মত ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হোক গাজায়।
গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান চিনের

