বঙ্গবার্তা ব্যুরো,
বলিউডে স্বজনপোষণ বিতর্ক নতুন কিছু নয়, তবে ‘নাদানিয়া’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া যেন আগুনে ঘি ঢেলেছে। নেটিজেনরা শুধু হতাশই নন, তাঁরা কার্যত ক্ষুব্ধ।গত ৭ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে খুশি কাপুর এবং ইব্রাহিম আলি খান অভিনীত ছবি ‘নাদানিয়া’। এটিই সইফ-পুত্রের এই প্রথম ছবি।হিসেব মত এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন ইব্রাহিম আলি খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন খুশি কাপুর। ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে কিছুটা সন্দেহ ছিল, কিন্তু মুক্তির পর প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে, আশঙ্কার চেয়েও খারাপ কিছু হয়েছে।
নেট দুনিয়ায় এই ছবি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।অনেকের মতে, ছবির সংলাপ দুর্বল, অভিনয় নিম্নমানের, আর গল্প তো একেবারেই নেই বললেই চলে। এর সঙ্গে যোগ হয়েছে প্রধান চরিত্রে নবাগত তারকা-সন্তানদের অতি দুর্বল পারফরম্যান্স, যা দর্শকদের আরও হতাশ করেছে। নিশান্ত মিশ্র ব্যঙ্গাত্মক অথচ বুদ্ধিদীপ্তভাবে ছবির সমালোচনা করেছেন – যা আবার অনেকের বাহবা কুড়িয়েছে।কেউ কেউ লিখেছেন, অসহ্য! খুশি কাপুরের উচিত অবিলম্বে অভিনয় শেখা এবং তার জন্য অভিনয় শিক্ষার ক্লাসে ভর্তি হওয়া।

শুধুমাত্র তারকা-সন্তান হলেই তাঁদের বড় পর্দায় সুযোগ দেওয়া উচিত নয়। গল্প, অভিনয়, এবং নির্মাণের প্রতি যত্ন না নিলে দর্শক যে সহজেই মুখ ফিরিয়ে নেবে – ‘নাদানিয়া’ সেটি আরও একবার প্রমাণ করল।এক ব্যক্তি লিখেছেন যে যদি নেটফ্লিক্সে এই ছবি আপনি দেখতে বসেন, তাহলে রাগে-বিরক্তিতে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন-ই আপনি বাতিল করে দেবেন।