পীযূষ চক্রবর্তী,
যুবতীকে হোটেলের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা ভবানীপুরে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, গত শুক্রবার রাতে ওই নির্যাতিতাকে ভবানীপুরের একটি হোটেলে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই তাকে ঘরের মধ্যে ধর্ষণ করা হয় বলে অভিযোগ নির্যাতিতার। ধর্ষণের সময় তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ভবানীপুরের বাসিন্দা ৫৯ বছর বয়সী ওই ব্যক্তির ভয়ে প্রথমে থানায় যেতে দ্বিধাবোধ করছিলেন নির্যাতিতা। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে অভিযুক্তের সঙ্গে নির্যাতিতার আগাম পরিচয় ছিল কিনা! ইতিমধ্যেই অভিযুক্ত ও নির্যাতিতাকে জেরা করেছেন তদন্তকারীরা। এই ঘটনায় ফের একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা এই ঘটনার জেরে সোচ্চার হয়েছে।
ভবানীপুরে তরুণীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ
