বঙ্গবার্তা ব্যুরো,
হোয়াইট হাউসে ক্ষমতায় বসেই শুল্ক যুদ্ধ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তা ভবিষ্যতে মার্কিন অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে সেই আশঙ্কায় বড় ধাক্কা খেল শেয়ার বাজার। ফের একটা মন্দার শঙ্কা তাড়া করে বেড়ানোর জেরে সোমবার থেকেই ধাক্কা খেয়েছে শেয়ার মার্কেট।এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.৭ শতাংশ নিচে বন্ধ হয়েছে, যা সেপ্টেম্বরের পর সবচেয়ে নিম্ন। ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ২ শতাংশ নিচে নেমে নভেম্বর ৪-এর পর সবচেয়ে নিম্ন স্তরে পৌঁছেছে। ন্যাসড্যাক কম্পোজিট ৪ শতাংশ নিচে নেমে প্রায় ছয় মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, দেশ এখন এমন এক অর্থনৈতিক পর্যায়ে রয়েছে, যেখানে আগাম কোনও সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। তার দাবি, তিনি এমন কিছু ভবিষ্যদ্বাণী করতে চান না। তবে আমেরিকা একটি পরিবর্তনের সময় পার করছে। আমরা আমেরিকায় সম্পদ ফিরিয়ে আনছি, যা একটি বড় বিষয়। আর এর পরেই উদ্বেগ বেড়েছে আমেরিকার শেয়ার বাজারে। ট্রাম্পের বক্তব্য আগামীর ফলাফল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আর এখানেই ভরসা রাখতে পারছেনা শেয়ার বাজার।
বাজার বিশেষজ্ঞরা বলছেন চিনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের উত্তেজনা মানুষ বুঝতে পারলেও কানাডা, মেক্সিকো ও ইউরোপের বিষয়টি নিয়ে বিভ্রান্তি রয়েছে। আগামী এক মাস বা তার মধ্যে এর সমাধান না হলে এটি মার্কিন অর্থনীতিকেও ধাক্কা দেবে।
ট্রাম্পের একের পর এক শুল্ক সিদ্ধান্তে প্রশ্ন, মন্দার আশঙ্কায় ধাক্কা বিশ্ব শেয়ার বাজারে
