বেসরকারি স্কুলের সমন্বয়ে রাজ্য সরকারের তরফে বিধানসভায় নতুন বিল

বঙ্গবার্তা ব্যুরো,
কলকাতার ইংরেজি মাধ্যম স্কুলের রমরমা বন্ধে এবং খেয়ালখুশি মতো নোটিশ দিয়ে চটজলদি ফি আদায় বন্ধ করতে নতুন চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। অভিভাবকদের উপর লাগামছাড়া অত্যাচার আটকাতে এবার উদ্যোগী রাজ্য সরকার। বাঁকুড়া জেলার ছাতনা বিধানসভা কেন্দ্রের বিজেপি’র বিধায়ক সত্যনারায়ন মুখোপাধ্যায়ের এক প্রশ্নের জবাবে বিধানসভায় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, অবিলম্বে এই ব্যাপারে বিল আনা হবে। সংশ্লিষ্ট বিল উত্থাপনের আগে চাই অনুমোদন। মুখ্যমন্ত্রীর দপ্তরে এই নিয়ে ফাইল পাঠানো হয়েছে, তা বিবেচনাধীন। অতিরিক্ত প্রশ্নের জবাবে মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি স্পষ্টভাবে বলেন, এ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে। পিঠ ব্যাগের বোঝা ভারি। তা নিয়েই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে খড়্গহস্ত অভিভাবকবৃন্দ। মাঝেমধ্যেই কাঁচ ভেঙে পড়ছে। এ নিয়ে আতঙ্কিত অভিভাবকেরা। তিনি আরও বলেন, এই মুহূর্তে বেসরকারি স্কুলের গুণগত মান নিয়ে ও প্রশ্নচিহ্ন রয়েছে। যদিও উৎকর্ষতার মান বৃদ্ধিতে সচেষ্ট শিক্ষা বিভাগ। অস্বীকার করার উপায় নেই যে, সরকারি ও বেসরকারি স্তরে সমন্বয় গড়ে তোলা প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। সম দৃষ্টিভঙ্গিতে দেখা হোক। পাঠ দানের ক্ষেত্রেও সমান ব্যবহার এবং তা সময় উপযোগী বটেই।