মুসলিম বিধায়কদের নিয়ে শুভেন্দুর মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা

Shuvendu Adhikari warns against extremism in Bangladesh

বঙ্গবার্তা ব্যুরো,
একেবারে কড়া সাম্প্রদায়িক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি বিধানসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, দশ মাস পর তাঁরা রাজ্যে ক্ষমতায় আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। এর পরেই তিনি বলেন যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবেন তাঁদের চ্যাংদোলা করে সভার বাইরে রাস্তায় ফেলবেন।
শুভেন্দু অধিকারী এদিন তৃণমূল সরকারকে সাম্প্রদায়িক সরকার , পুলিশকে সাম্প্রদায়িক পুলিশ এবং মুসলিম লিগ ২ সরকার বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ বিধানসভার ভিতরে যা হচ্ছে তা শুধু বেপরোয়া নয়, অসাংবিধানিক। তাঁর অভিযোগ এরা হিন্দু জনগনকে উপড়ে ফেলতে চাইছে। শুভেন্দু বলেন , দিল্লিতে এই কাজ অরবিন্দ কেজরিওয়াল করতে গিয়েছিল, মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে। দশ মাস পর এখানেও তাই হবে।
শুভেন্দুর অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় নাকি ধর্মীয় স্থানে হামলা চালানো হয়েছে, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। সংবিধানে ধর্মীয় স্থান রক্ষা করার কথা বলা হয়েছে, এ রাজ্যে তা লঙ্ঘিত হচ্ছে।