আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার স্বাস্থ্য অধিকারিক

পীযূষ চক্রবর্তী,
এবার আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক স্বাস্থ্য অধিকারিক। মঙ্গলবার সিবিআই মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেফতার করেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এর আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতালে ছিলেন অভিজিৎ। চার মাস আগেই তিনি বদলি হয়ে মালদহ মেডিক্যাল কলেজে আসেন। এখানে তিনি ফেসিলিটি ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চাকরি করাকালীন টাকা আত্মসাৎ করতেন। এছাড়াও সরকারি জিনিসপত্র অন্যত্র পাচারও করতেন বলে অভিযোগ। এর আগেও তাকে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তবে জামিন পেলেও তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও তিনি একাধিক বার আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে সমন জারি হয়েছিল। এদিন পুরনো একটি মামলায় সিবিআই তাকে গ্রেফতার করে। এর আগে অভিজিৎ কলকাতার বরানগর হাসপাতালের ওয়ার্ড মাস্টার পদেও কর্মরত ছিলেন।