বঙ্গবার্তা ব্যুরো,
আন্তর্জাতিক মঞ্চে আবারও এক শিরোপার অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরিশাসের সর্বোচ্চ সম্মাননা “দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কী অব দ্য ইন্ডিয়ান ওশেন” পেলেন প্রধান মন্ত্রী। দ্বীপ রাষ্ট্র মরিশাসের ৫৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে দু’দিনের রাষ্ট্রীয় সফরে সেদেশে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মঙ্গলবার সন্ধেবেলায় মরিশাসে বসবাসকারী ইন্ডিয়ান কমিউনিটির সামনে নরেন্দ্র মোদী বক্তব্য রাখার আগে এই ঘোষণা করেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম। ভারত ও মরিশাসের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। নরেন্দ্র মোদীই হলেন প্রথম ভারতীয় যিনি এই সম্মান পেলেন।পাশাপাশি এটি প্রধানমন্ত্রী মোদীর ২১তম আন্তর্জাতিক পুরস্কার, যা কোনো বিদেশি রাষ্ট্রের পক্ষ থেকে তাঁকে দেওয়া হল।
মহাকুম্ভের সঙ্গমের জল, সুপার ফুড মাখানা সহ এদিন মরিশাসের রাষ্ট্রপতিকে নানা উপহার দিয়েছেন মোদী। পাশাপাশি সেদেশের রাষ্ট্রপতির স্ত্রী বৃন্দা গোখুলকে একটি বেনারসি সিল্ক শাড়ি উপহার দিয়েছেন মোদী। এর আগে ২০১৫ সালে এই দেশে এসেছিলেন মোদী। মোদীর এই সফর ভারতের সঙ্গে মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্কে আরও মজবুত করবে বলেই মত কূটনীতিবিদদের। ভারত ইতিমধ্যেই মরিশাসে ৯৬ টি কমিউনিটি উন্নয়ন প্রকল্পের জন্য বিনিয়োগ করেছে, যার মধ্যে ৫১টি প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০১৬ সালে ভারত মরিশাসে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। মেট্রো এক্সপ্রেস প্রকল্প, সুপ্রিম কোর্ট ভবন, নতুন ইএনটি হাসপাতাল, সামাজিক আবাসন প্রকল্প এবং স্কুলছাত্রীদের জন্য ডিজিটাল ট্যাবলেট প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
ভারত মরিশাস সম্পর্ক আরো মজবুত হলো মোদীর সফরে,সে দেশের সর্বোচ্চ সম্মান মোদীকে
