বঙ্গবার্তা ব্যুরো,
এয়ারটেলের পর এবার মুকেশ আম্বানিও এলন মস্কের সঙ্গে হাত মেলালেন। মুকেশ আম্বানির রিলায়েন্স জিওর সঙ্গে এলন মাস্কের স্পেস এক্সের মউ সই হয়েছে। এই চুক্তির ফলে মুকেশ আম্বানির জিও, এলন মাস্কের স্টার লিঙ্কের পরিষেবা নিতে পারবে।
বিশ্ব জুড়ে ডোনাল্ড ট্রাম্প শুল্ক যুদ্ধ ঘোষণার আবহে এই দুই বড় সংস্থার চুক্তি সই হওয়া দু দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি উপস্থিত ছিলেন।
এই চুক্তির ফলে জিও স্টারলিঙ্কের ব্রডব্যান্ড সার্ভিসের পরিষেবা নিতে পারবে। এরফলে জিও তাদের আউটলেট গুলিতে স্টারলিঙ্কের ডিভাইসগুলি বিক্রি করতে পারবে।স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি ফলে ভারতের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে যাবে।
হাত মেলালেন মাস্ক আম্বানি দুই সংস্থার চুক্তি সই
