পীযূষ চক্রবর্তী,
ফের সংবাদ শিরোনামে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান। সূত্রের খবর, শাহজাহানের ব্যবহৃত তিনটি দামি গাড়ি নিলাম করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর জন্য ইডির তরফ থেকে ইতিমধ্যেই আদালতে নিলামের জন্য আবেদন করা হয়েছে। তিনটি গাড়িই খুব দামি বলে জানা গিয়েছে। একটি গাড়ি শাহজাহানের নামে থাকলেও অপর দুটি গাড়ির মালিক হিসেবে নাম রয়েছে যথাক্রমে শাহজাহানের ভাই আলমগীরের ও ভিন রাজ্যের একটি সংস্থার।
প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগে রেশন কেলেঙ্কারিতে শাহজাহানের উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বাড়িতে তদন্তে ইডি অফিসাররা গেলে তাদের আক্রান্ত হতে হয় ওই তৃণমূল নেতার অনুগামীদের হাতে। রেহাই পাননি সংবাদমাধ্যমের কর্মীরাও। পরে অবশ্য কেন্দ্রীয় সংস্থা কড়া পদক্ষেপ নিয়ে গ্রেফতার করে শাহজাহান ও তার কয়েকজন ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে। এরপর উত্তাল হয়ে ওঠে সন্দেশখালি। শাহজাহানের বিরুদ্ধে পথে নামেন স্থানীয় লোকজন। তার ও তার দলবলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তোলেন স্থানীয় মহিলারা। লাঠি, ঝাঁটা নিয়ে পথে নামেন এলাকার লোকজন। ভাঙচুর করা হয় শাজাহানের বাড়ি সহ একাধিক সম্পত্তিতে।
এছাড়াও শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকার লোকজনের জমি দখল করে নেওয়ারও অভিযোগ ওঠে।
সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের গাড়ি নিলামের পথে ইডি
