বঙ্গবার্তা ব্যুরো,
ছিলেন অলিম্পিয়ান, হয়েছেন রাজনীতিবিদ। বিনেশ ফোগত। তাঁর নতুন পরিচয় তিনি বিধায়ক। হরিয়ানা বিধানসভায় দাঁড়িয়ে তিনি ফের একবার নাম না করে ব্রীজভূষণ সরণ সিং এর সমালোচনা করেন।
এর আগে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ভারতের কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করেছিল। সম্প্রতি সেই নিষেধাঙ্গা তুলে নেয় ক্রীড়া মন্ত্রক। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন বিনেশ। তিনি বলেন কুস্তি সংস্থাকে ফের একবার এমন এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হল যাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। যা নিয়ে এখনও মামলা চলছে।
২০২৩ সালে ব্রীজভষণের বিরুদ্ধে যৌন হেনস্থা সহ একাধিক অভিযোগে আন্দোলনে নামেন বিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ার মতো নামী কুস্তিগীরেরা। দিল্লির যন্তর মন্তরে তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যান। তাঁদের আন্দোলনের ফলেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ভারতীয় কুস্তি ফেডারেশনের অনুমোদন বাতিল করে। সেই সিদ্ধান্ত সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ জানান বিনেশ। এদিন তিনি বিধানসভার বাইরে সাংবাদিকদের বলেন বর্তমান কুস্তি সংস্থার প্রধান সঞ্জয় সিং একজন পুতুল। আসলে পিছন থেকে সংস্থা চালাচ্ছে ব্রীজভূষণ সিং।
নাম না করে ফের ব্রীজভূষণ সিং এর বিরুদ্ধে তোপ বিনেশের
