মতুয়া মহাসংঘের অধিকার নিয়ে নতুন করে জেলা পরিষদের কাছে আবেদনের নির্দেশ হাইকোর্টের

VHP case dismissed by Kolkata High Court

বঙ্গবার্তা ব্যুরো,
মতুয়া মহাসংঘের অধিকার কার? তা নিয়ে বিবদমান দুই গোষ্ঠীকে নতুন করে জেলাপরিষদের কাছে আবেদন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে হাইকোর্ট জেলাপরিষদের নির্দেশ খারিজ করে দেয়। আদালত বলে বহু পুরোন আইন দেখিয়ে এক পক্ষকে মেলা করার অনুমতি দিয়েছিল জেলা পরিষদ।
বিবাদের শুরু মতুয়া মহাসঙ্ঘের মেলা করার অনুমতি কে পাবেন তাই নিয়ে। বিবাদ গড়ায় আদালত পর্যন্ত। সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহা জেলাপরিষদের নির্দেশ খারিজ করে দেন। এর পাশাপাশি মতুয়া মহাসঙ্ঘের অধিকার নিয়ে দু পক্ষকেই জেলা পরিষদের কাছে নতুন করে আবেদন করা্র নির্দেশ দিয়েছেন।
মতুয়া মহাসংঘের অধিকার নিয়ে ঠাকুর বাড়ির পারিবারিক বিবাদ নতুন নয়। একদিকে শান্তনু ঠাকুর অন্য দিকে মমতাবালা ঠাকুর। এক সময় দু জনেই তৃণমূলে ছিলেন পরে শান্তনু ঠাকুর বিজেপিতে যোগ দেন। তারপর থেকেই পারিবারিক বিবাদ রাজনৈতিক দ্বন্দ্বের চেহারা নেয়। এখন তা আদালতের দোর গোড়ায় পৌঁছে গেল।