পীযূষ চক্রবর্তী,
অনলাইনে বিজ্ঞাপন দেখে আপ্লুত হচ্ছেন! খুব সাবধান, খালি হতে পারে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকা টাকা। তাই আগাম সাবধান হোন, নচেৎ হতে পারে চরম বিপদ। ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। তাই আগাম সাবধান না হলে আপনারও হতে পারে বড় ক্ষতি।
অনলাইনে বিজ্ঞাপন দেখে ক্যামেরা কেনার জন্য একটি সংস্থা ১ কোটি ৯৭ লক্ষ টাকা আরটিজিএস করেছিল। তবে কোনও কিছু যাচাই ছাড়া ওই বিপুল টাকা আরটিজিএস করায় তার খেসারত দিতে হচ্ছে হেস্টিংসের একটি সংস্থাকে।
কিছুদিন আগেই অনলাইনে বিজ্ঞাপন দেখেছিল ওই সংস্থাটি। যা দাম তার তুলনায় অনেকটাই কমে ক্যামেরা বিক্রি করতে চায় অনলাইনে বিজ্ঞাপন দেওয়া একটি সংস্থা। যা দেখে আকৃষ্ট হয় হেস্টিংসের ওই সংস্থা। এরপর তারা কেনার আগ্রহ দেখালে প্রতারক সংস্থার পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করে। তারপর তাদের পাঠানো অ্যাকাউন্টে ১ কোটি ৯৭ লক্ষ টাকা তারা পাঠিয়ে দেয়। কিন্তু কিছুদিন পরে তারা জানতে পারে ওই টাকা বিহার, ঝাড়খণ্ড সহ দেশের বিভিন্ন জায়গার একাধিক অ্যাকাউন্টে চলে গেছে। তড়িঘড়ি তারা বুঝতে পারে, প্রতারণার শিকার হয়েছে। এরপরই ওই সংস্থার পক্ষ থেকে হেস্টিংস থানায় অভিযোগ করা হয়। লালবাজারের সাইবার শাখার সঙ্গেও তারা যোগাযোগ করে। ওই ঘটনায় কেউ গ্রেফতার না হলেও ওই সংস্থার পাঠানো টাকার ১ কোটি ৫৭ লক্ষ টাকা তারা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। সেই টাকা ইতিমধ্যেই ওই সংস্থার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী দিন বাকি টাকাও উদ্ধার হবে বলে আশাবাদী পুলিশ।
কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ‘মানুষকে আরও সচেতন হতে হবে। অনলাইনে কোনও কিছু কেনার আগে বা টাকা পাঠানোর আগে যাচাই করা উচিত।’
অনলাইনে বিজ্ঞাপন দেখে জিনিস কিনতে গিয়ে কোটি টাকার প্রতারণা শিকার হেস্টিংসের সংস্থা
