রোহিঙ্গারা নিজের দেশে ফিরতে চায়, তাদের চায় আরও সাহায্য, জানালেন আন্তোনিও গুতেরেস

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কথা যেন আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে না যায়, শুক্রবার কক্সবাজারে উখিয়ায় ক্যাম্প পরিদর্শনের সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বলতে চাই, আমাদের জরুরি ভিত্তিতে আরও সহায়তা দরকার। রোহিঙ্গাদের বাংলাদেশে মর্যাদার সঙ্গে বসবাস করার জন্য এই সহায়তার খুব প্রয়োজন।
শুক্রবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর পর সূচি অনুযায়ী মুহাম্মদ ইউনূস এবং আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছন। তাদের নিয়ে বিমানের চার্টার্ড ফ্লাইট শুক্রবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে গুতেরেস সরাসরি উখিয়ায় যান। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, ক্যাম্প পরিদর্শন করে দুটি বিষয়ে স্পষ্ট ধারনা পেয়েছেন। প্রথমটি হল রোহিঙ্গারা মায়ানমারে ফিরে যেতে চান আর দ্বিতীয়টি হল রোহিঙ্গারা ক্যাম্পের অবস্থার আরও উন্নতি চায়। দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের আরও কয়েকটি দেশ আকস্মিকভাবে মানবিক সহায়তা কমিয়ে দেওয়ার কথা জানিয়েছে বলেও জানান রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব।এই কারণে এই ক্যাম্পগুলোতে খাদ্য বরাদ্দে টান পড়ছে বলে জানান তিনি।এই সমস্যা মেটাতে তিনি সাধ্যমত চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।