বঙ্গবার্তা ব্যুরো,
দেরি না করে শো কজের জবাব দিয়ে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর জবাব পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার বাইরে হুমায়ূন কবীর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যের জবাব দেন। শুভেন্দু বলছিলেন ২৬ সালের ভোটে জিতে এসে তৃণমূলের মুসলিম ভোটারদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। তার জবাবে হুমায়ুন কবির তাঁকে ৭২ ঘন্টা সময় বেঁধে দেন। তার মধ্যে শুভেন্দুকে মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেন। তা না হলে শুভেন্দুকে তৃণমূলের ৪২ জন মুসলিম বিধায়কের মোকাবিলা করতে হবে বলেও হুঁশিয়ারি দেন। তাঁর এই মন্তব্যে দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে নেত্রীর নির্দেশে হুমায়ুন কবীরকে শো কজের চিঠি পাঠায় তৃণমূল। জবাবের জন্য প্রথমে সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন হুমায়ূন কবীর।
সূত্রের খবর শনিবারই তিনি শো কজের জবাব দিয়ে দেন। দল তাঁকে এক পাতার শো কজ নোটিশ দিয়েছিল, তিনি তিন পাতার জবাব দিয়েছেন। হুমায়ুন স্পষ্ট ভাবে বলেছেন, তিনি মনে করেন কোনও শৃঙ্খলা তিনি ভাঙেন নি। তাঁর প্রায় দশ মিনিটের বক্তব্যের মধ্যে মাত্র তিরিশ সেকেন্ডের বক্তব্যের জন্য তাঁকে শো কজ করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি জানিয়ে দেন কোন অবস্থাতে ক্ষমা চাইবেন না। একই সঙ্গে তিনি বলেন তাঁর কাছে দলের আগে জাতি। সেই জাতকে কেউ অপমান করলে তিনি সহ্য করবেন না।
এদিকে হুমায়ুনের এই অনড় অবস্থানে সমস্যায় পড়ে গেল দল। কারণ স্বয়ং নেত্রীর নির্দেশেই তাঁকে শো কজ করা হয়েছিল। এবার তিনি ক্ষমা চাইতে অস্বীকার করা মানে সরাসরি নেত্রীকেই চ্যালেঞ্জ করা । ফলে এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস কীভাবে সামাল দেয় সে দিকেই নজর রাজনৈতিক মহলের।
শো কজের জবাব দিয়ে দলকেই চাপে ফেলে দিলেন হুমায়ুন
