সময় সীমা পার হতেই ইয়েমেনে হুথিদের উপর মার্কিন হামলা

বঙ্গবার্তা ব্যুরো,
ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে ব্যাপক বোমাবর্ষণ করল মার্কিন সেনাবাহিনী। ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে এই হামলায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে, ১৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে হয়েছে বলে জানা গেছে। তবে সাধারণ মানুষের মৃত্যু হলেও ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধেই মূলত আমেরিকার এই অভিযান বলে। যার মধ্যে দিয়ে ট্রাম্প ইরানকেও বার্তা দিয়েছেন।
এই হামলার পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সতর্ক করে দিয়ে বলেছেন যে তাদের সময় শেষ। সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, সমস্ত হুথি সন্ত্রাসবাদীদের বলছি, তোমাদের সময় শেষ, এবং তোমাদের হামলা আজ থেকেই বন্ধ করতে হবে। যদি তা না কর, তাহলে আগে কখনও দেখনি এমন ধ্বংসযজ্ঞ তোমাদের উপর নেমে আসবে। অবিলম্বে এই গোষ্ঠীর প্রতি সমর্থন দেওয়া বন্ধ করতে ট্রাম্প ইরানকেও সতর্ক করে দিয়েছেন।
অবশ্য হুথিদের রাজনৈতিক ব্যুরো আমেরিকার এই হামলাকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছে। তাদের দাবি যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং উত্তেজনার জবাবে উত্তেজনা দিয়ে প্রতিক্রিয়া জানাবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন যে মার্কিন সরকারের ইরানের বিদেশনীতি নির্ধারণের কোনো অধিকার বা কাজ নেই।
গত এক দশকে ইয়েমেনের বেশিরভাগ অংশ দখল করে রেখেছে সশস্ত্র গোষ্ঠী। প্যালেস্তাইনের জন্য সংহতি প্রকাশ করে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার উপকূল থেকে জাহাজে একাধিক হামলা চালিয়েছে, যা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে। ট্রাম্পের দাবি অবিলম্বে এই হামলা বন্ধ হোক।