আবহাওয়ার পূর্বাভাসে এবার বিপ্লব ঘটাবে নতুন এআই মডেল ‘আর্ডভার্ক ওয়েদার’

বঙ্গবার্তা ব্যুরো,
এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তা কী না করতে পারে? এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়েই আবহাওয়া পূর্বাভাসে বিল্পব ঘটাতে চলেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি প্রচলিত ব্যবস্থার মত আবহাওয়ার পূর্বাভাস তৈরিতে আর ঘণ্টার পর ঘন্টা সময় লাগবে না। মাত্র কয়েকে সেকেন্ডেই সঠিক পূর্বাভাস দেবে এই নতুন ব্যবস্থা।এই নতুন আবহাওয়া পূর্বাভাস মডেল তৈরি করেছেন কেমব্রিজের বিজ্ঞানীরা।বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ ‘এন্ড টু এন্ড ডেটা ড্রাইভেন ওয়েদার প্রেডিকশন’ শিরোনামে এই সংক্রান্ত গবেষণাটি প্রকাশ পেয়েছে।

‘মাল্টি-স্টেজ’ প্রক্রিয়ার এই নতুন মডেলের নাম ‘আর্ডভার্ক ওয়েদার’।বিজ্ঞানীরা জানাচ্ছেন এটা চালাতে মোটেই সুপার কম্পিউটার লাগবে না।এ মডেলটি একক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ব্যবহার করবে, যা সাধারণ ডেস্কটপ কম্পিউটারেই চলবে।গবেষকরা জানাচ্ছেন এর সহজ নকশা ও সাধারণ কম্পিউটারেই মত উপায় থাকায় তা বিভিন্ন ক্ষেত্রের জন্য সহজে পূর্বাভাস তৈরিতেও ব্যবহার করা যাবে।
‘ইউনিভার্সিটি অফ কেমব্রিজ’-এর অধ্যাপক রিচার্ড টার্নার বলেছেন, “বর্তমানে প্রচলিত বিভিন্ন আবহাওয়ার পূর্বাভাস পদ্ধতি ফের খতিয়ে দেখে আর্ডভার্ক, আবহাওয়ার পূর্বাভাসকে আগের চেয়ে অতি কম খরচে দ্রুত ও আরও নির্ভুল দেখাচ্ছে।কাজেই আবহাওয়ার পূর্বাভাস যেমন হারিকেন, দাবানল ও টর্নেডোতে সহজেই ‘আর্ডভার্ক’ রিপোর্ট পেয়ে দ্রুত এবং নিখুঁত ব্যবস্থা নেওয়া যেতে পারবে।