মোহনবাগান দিবসে একগুচ্ছ চমক, কারা পাচ্ছেন কোন পুরস্কার?

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের ঢাকে কাঠি পরে গেল। চলতি বছর মোহনবাগান দিবসের মূল অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।চলতি বছর মোহনবাগানরত্ন পাচ্ছেন টুটু বোস।

আগামী বছর পাবেন প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। তা আগেই ঘোষণা করা হয়ে গিয়েছিল। মঙ্গলবার বাকি ঘোষণা হল। এই বছর জীবনকৃতি সম্মান দেওয়া হচ্ছে ক্লাবের জার্সিতে দীর্ঘদিন খেলে যাওয়া ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়কে। অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন নির্বাচিত হলেন শ্রেষ্ঠ ফরোয়ার্ড।

মোহনবাগান দিবসে তাঁকে অনুষ্ঠানে আনার চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মোহনবাগানের আইএসএল শিল্ড ও কাপ জয়ের অন্যতম কারিগর আপুইয়াকে শ্রেষ্ঠ সিনিয়র ফুটবলার নির্বাচিত করল মোহনবাগান ক্লাব। মোহনবাগান দিবসে পুরস্কৃত হবেন আপুইয়া।শ্রেষ্ঠ যুব ফুটবলারের পুরস্কার পাবেন বাংলার তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস।

সেরা সমর্থকের পুরস্কার দেওয়া হচ্ছে রিপন মণ্ডলকে। গত মরশুমে জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হেনস্থার শিকার হতে হয়েছিল রিপনকে। এছাড়া মরণোত্তর সেরা ক্রীড়া সাংবাদিক পুরস্কার পাচ্ছেন অরুণ সেনগুপ্ত, মানস চক্রবর্তী, সংগীত অনুষ্ঠান পরিবেশন অনুষ্ঠান সৌরেন্দ্র–সৌম্যজিত এবং ইমন চক্রবর্তী।
কল্যাণীতে ডার্বি হওয়ায় অখুশি মোহনবাগান, যদিও তারা খেলবেন বলে জানলেন বাগান সচিব সৃঞ্জয় বোস।

01:07