গাজা উপত্যকায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর

বঙ্গবার্তা ব্যুরো: কিছুটা দেরি হলেও রোববার থেকেই বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়ে গেল প্যালেস্তাইনের গাজা উপত্যকায়। যুদ্ধবিরতি চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার এ কথা নিশ্চিত করেছে। হামাসের কাছ থেকে পণবন্দিদের তালিকা না মেলায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই ফের যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর দাবি ছিল যুদ্ধবিরতি শুরু হওয়ার আগেই শর্ত ভাঙতে শুরু করে দিয়েছে হামাস।
যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে মুক্তি দেওয়ার জন্য সম্ভাব্য বন্দিদের নামের তালিকা প্রকাশ করতে ‘কারিগরি সমস্যার’ কথা জানিয়েও মুক্তি দেওয়া হবে এমন তিনজনের নাম প্রকাশ করা হয়। চুক্তি অনুযায়ী, গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সকাল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও কয়েক ঘণ্টা বিলম্বের পর তা কার্যকর হয়।
প্যালেস্তাইনের গাজা উপত্যকায় টানা ১৫ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবশেষে হল যুদ্ধবিরতি। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। সেই হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হয় আর ২৫১ জনকে আটক করে নিয়ে যায়। তারপরেই শুরু হয় ইজরায়েলের হামলা। হামাসের কাছে এখনো ৯৪ জন আটক রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে ৩৪ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অপরদিকে গাজায় ইসরাইলের হামলায় ৪৬ হাজারের বেশি অধিবাসীর মৃত্যু হয়েছে। এই চুক্তির ফলে গাজার কয়েক লক্ষ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ পাবে।
…………………………………।