বঙ্গবার্তা ব্যুরো,
হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হলো অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমানকে। বুকে তীব্র ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।চেন্নাইয়ের গ্রিমস রোডের এই হাসপাতালে সাত সকালেই তাকে ভর্তি করা হয়। কোনো রকম ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।
জানা যাচ্ছে ৫৮ বছর বয়সী রহমান বুকে অস্বস্তি অনুভব করছিলেন সকাল থেকে। দেরি না করে এদিন হাসপাতালে নিয়ে আসা হয় সুরকার-গায়ককে। দ্রুত রহমানের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। রহমানের ইসিজি থেকে ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা করা হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, সুরকারের অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষাও করা হতে পারে। কিছুদিন আগে রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু-ও ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অস্ত্রোপচারও হয়েছিল তার।
কদিন আগে আন্তৰ্জাতিক পা তারকা এড শিরানের সঙ্গে চেন্নাইয়ে এক মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছিল রহমান কে। এ আর রাহমানের অসুস্থতার খবর পেতেই খোজ নেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।এমন ঘটনায় উদ্বিগ্ন রাহমানের অনুরাগীরাও।
বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি অস্কার জয়ী সঙ্গীতকার এ আর রহমান

