উত্তর চিনে ঝড়ের তান্ডব, বেজিং সহ অনেক শহরে সতর্কতা জারি

Published By Subrata Halder on 13 April 2025 at 08:42pm

বঙ্গবার্তা ব্যুরো,
উত্তর চিনে আছড়ে পড়ল ঘূর্ণিঝড়। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের গতি এতটাই বেশি যে কোনও মানুষের ওজন ৫০ কেজির নিচে হলে অতি সহজেই এই ঝড়ে উড়ে যেতে পারেন। পূর্ব ঘোষিত এই তাণ্ডবে বেজিংসহ বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন।পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর চিনের বিস্তীর্ণ এলাকা জুড়ে।বেজিং, তিয়ানজিন এবং হেবেই প্রদেশে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ।
তবে চিনে এমন শক্তিশালী এই ঝড় এই প্রথম নয়, প্রায় প্রতি বছরই হয়,এই সময় মঙ্গোলিয়া থেকে ঝোড়ো বাতাস বয় উত্তর চিনে।তবে, আবহবিদদের হিসেব বলছে গত এক দশকে এত শক্তিশালী এবং বিপজ্জনক ঝোড়ো হাওয়া দেখেনি চিন।এই অবস্থায় প্রশাসনের তরফে সতর্কতা জারি করে নাগরিকদের ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে।বেজিংয়ের বিস্তীর্ণ অংশে জারি হয়েছে কমলা সতর্কতা।এমনকি, ঝোড়ো হাওয়ার দাপটে তাপমাত্রা এক দিনে ১৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা।
ইতিমধ্যেই বেজিংয়ে চারশো উড়ান বাতিল হয়েছে। ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত। গাছ আছড়ে পড়ে অসংখ্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ কমাতে ঝড় আসার আগেই অন্তত ৪ হাজার ৮০০ গাছ ছেঁটে দেওয়া হয়েছে। বেজিং ছাড়াও মঙ্গোলিয়া, হেনানের মতো পূর্ব চিনের শহরগুলি ঝড়ে বিপর্যস্ত বলে খবর মিলেছে।সাংহাইয়ে ধুলোঝড়ের তাণ্ডব চলার সতর্কবার্তা জারি করা হয়েছে।

01:37