বঙ্গবার্তা ব্যুরো,
৯ ই আগস্ট আরজি করের ঘটনার এক বছর পূর্ণ হবার দিন নবান্ন চালো অভিযানে প্রস্তুতি সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজ আইসিসিআর অডিটোরিয়ামে প্রস্তুতি সভায় ছিলেন আরজিকরের নির্যাতিতা অভয়ার বাবা মা, তারাই মূলত এই আন্দোলনের ডাক দিয়েছে। ১৪ ই আগস্ট রাত দখলের লড়াই কর্মসূচি ও হবে যাতে সবাইকে আহ্বান করছেন তারা।
যতক্ষণ না পর্যন্ত আসল দোষী ধরা পড়ছে তারা রাস্তায় থাকবেন, আদালতে থাকবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নবান্ন চলো অভিযানে একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ।
নবান্ন চলো অভিযানে মূল দায়িত্বে থাকছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। ২০২৪ সালের ২৭ শে আগস্ট যে ঐতিহাসিক নবান্ন অভিযান হয়েছিল তারাই মূলত এই দায়িত্বে থাকবে।
আজকের প্রস্তুতি সভায় তারা উপস্থিত ছিলেন। নবান্ন অভিযানে দশ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন, তাদের অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। নবান্ন চলো একটি পোর্টালের ও উদ্বোধন হলো এই সভা থেকে।
শুভেন্দু অধিকারী বলেন, দিল্লি গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে অনুরোধ করবেন ওই দিন যেন কয়েকটি বাড়তি ট্রেন দেওয়া হয়। সমস্ত দলকে পতাকা ছাড়া এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে অনুরোধ করেন বিরোধী দলনেতা।
আপাতত নবান্ন চলো অভিযানে দুটি দিক থেকে মিছিল যাবে স্থির করা হয়েছে। একটি সাঁতরাগাছি অপরটি রানী রাসমণি রোড। অনেক স্বেচ্ছাসেবী সংগঠনকেও আহবান করা হয়েছে এবং তারা সাড়া দিয়েছে। আরও বেশ কিছু পয়েন্ট বাড়ানোর চেষ্টা করছেন উদ্যোক্তারা। আয়োজকদের দাবী পুলিশের হাতে নবান্ন অভিযান কারীরা মার খেতে হয় খাবে, কেউ যাতে মার না দেয় সেটা সতর্ক থাকতে হবে।
শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রথমে ৩ টি আসন ছিল,২০২১ এর নির্বাচনে ৭৭ টি হয়েছে। ২০২৬ এ ১৭৭ টি আসনে পৌঁছবে বিজেপি বলে এদিন দাবী করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী