Upload By K. Halder at 17th March 2025, 07:54 PM
বঙ্গবার্তা ব্যুরো,
ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসেছিল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজ়েন পার্টি । উদ্যোক্তা ছিল জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। এবার দু’মাসের ব্যবধানে বৃহস্পতিবার রাজধানী ঢাকায় আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ আম জনতা পার্টি নামে ওই রাজনৈতিক দল। বাংলাদেশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। বৃহস্পতিবার ঢাকার বনানীতে দলটির অনুষ্ঠানিক ঘোষণা হয়।
আত্মপ্রকাশকালে দলের ঘোষণাপত্র পাঠ করেন দলের আহ্বায়ক মোহম্মদ রফিকুল আমীন। এ দিন ৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। দলের সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আসা ফতিমা তাসনীম। ২৯৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে এই দল। শিল্পপতি রফিকুল বলেন, বৈষম্যহীন সমাজ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের আমজনতার মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করব।
জানানো হয়েছে যে মুক্তিযুদ্ধ ও জুলাই ২৪ এর গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ, প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালীকরণ ও সার্বভৌমত্ব বজায় রাখা, আইনের সু-শাসন, সবার জন্য শিক্ষা, দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আয় বৈষম্য নিরসন ও সামাজিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘু, অনুন্নত সম্প্রদায় এবং অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হবে বাংলাদেশ আ-আম জনতা পার্টির মূল ভিত্তি।