Upload By K. Halder at 14th March 2025, 11:50 AM
বঙ্গবার্তা ব্যুরো,
ম্যাকাও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে চিনে গিয়েছেন আমির খান। এবার সেখানে তাঁর সঙ্গে দেখা গেল সুপারস্টারের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে।গত বছর থেকে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে নিজের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। তবে ক্যামেরাম্যানদের বলে দিয়েছিলেন গৌরীর ছবি প্রকাশ্যে না আনতে।এবার আর সেই গোপনীয়তা নেই। চিনে গৌরীকে নিয়েই হাজির হয়েছিলেন তিনি। অনুষ্ঠানে হাতে হাত রেখেই দুনিয়ার সামনে প্রেমিকার অফিসিয়াল আলাপ করিয়ে দিলেন আমির খান।
কিন্তু কে এই গৌরি? জানা গেছে বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী এক সন্তানের মা। আমির খানের সঙ্গে পঁচিশ বছরের চেনাজানা তাঁর। মাঝে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না আমির ও গৌরীর। রীনা এবং কিরণের সঙ্গে বিচ্ছেদের পর ফের যোগাযোগ ও কাছাকাছি আসে আমির ও গৌরি। গৌরী স্প্রাট আদপে একজন অ্যাংলো ইন্ডিয়ান। তাঁর বাবা তামিল-ব্রিটিশ। মা পাঞ্জাবি-আইরিশ।
আমির খান জানিয়েছেন তাঁর মনে হয় গৌরীর কাছেই নাকি শান্তির ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব। অন্য দিকে গৌরী জানিয়েছেন যে তিনি জীবনে একজন দয়ালু ও ভদ্র মানুষকে চাইছিলেন। জানা গিয়েছে, গৌরীর সঙ্গে আমিরের পরিবারের সকলের বেশ সুসম্পর্ক রয়েছে। বেঙ্গালুরু নিবাসী গৌরির বয়স এখন ৪৬। আর আমির খান এখন ৬১। বর্তমানে মুম্বইয়ের একটি বাড়িতে একসঙ্গে থাকেন তাঁরা। তবে ফের বিয়ে করবেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানান নি অভিনেতা। ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে একসঙ্গে দেখা মেলে কালো রঙের শাল জড়ানো আমিরের সঙ্গে শাড়ি পরা গৌরির।চিনের অভিনেতা শেং টেং এবং মা লি-র সঙ্গে ছবি তোলেন তাঁরা।