নিজের বাড়ি ছেড়ে ভাড়ার ফ্ল্যাটে আপাতত বসবাস আমির খানের

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া

বলিউড সুপারস্টার আমির খান এখন বসবাস করছেন ভাড়া বাড়িতে। তবে নিজের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে ভাড়া বাড়িতে এলেও প্রতিবেশী হিসেবে পাচ্ছেন শাহরুখ খানকে। আমিরের ব্যক্তিগত সূত্রে জানা যাচ্ছে, তার বিলাস বহুল ফ্ল্যাট সংস্কারের কারণে আপাতত মুম্বাইয়ে চারটি অত্যাধুনিক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন আমির।

মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা পালি হিলে এই ফ্ল্যাট। শাহরুখ খানের বর্তমান বাসস্থান পূজা কাসা ভবন থেকে এর দূরত্ব মাত্র ৭৫০ মিটার। শাহরুখ খানও কিছুদিন আগে একই কারণে নিজের বিখ্যাত মান্নত ছেড়ে ভাড়া ফ্ল্যাটে উঠেছেন।
প্রতি মাসে আমিরের বাড়ি ভাড়ার পরিমাণ ২৪.৫ লাখ টাকা। ২০২৫ থেকে মে ২০৩০ পর্যন্ত পাঁচ বছরের জন্য এই অ্যাপার্টমেন্টগুলো ভাড়া নিয়েছেন আমির। লক ইন পিরিয়ড ৪৫ মাস। ভাড়া ছাড়াও তিনি দিয়েছেন ১.৪৬ কোটি টাকার নিরাপত্তা জামানত, ৪ লাখ টাকার স্ট্যাম্প ডিউটি এবং ২ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি।
চুক্তি অনুযায়ী, প্রতি বছর পাঁচ শতাংশ হারে ভাড়া বাড়বে।

আমির খানের নিজের বাড়ি রয়েছে, ভারজিও হাউজিং সোসাইটিতে। সেখানে তিনি মোট ১২ টি ফ্ল্যাটের মালিক। বর্তমানে সোসাইটির পুরনো কাঠামো ভেঙে নির্মাণ হচ্ছে নতুন আল্ট্রা-লাক্সারি প্রকল্প। সেখানে প্রতি বর্গফুটের দাম এক লক্ষ টাকার বেশি হবে বলে ধারণা বস্তুকারদের। তাই আপাতত
বিলাসবহুল ভাড়া বাড়িতেই দিন কাটছে আমির খানের।