আমির খানের সিতারে জমিন পর সিনেমা বয়কটের ডাক

Published By Subrata Halder, 14 May 2025, 05:43 pm

বঙ্গবার্তা ব্যুরো,
বলিউড সুপার স্টার আমির খানের নতুন সিনেমা সিতারে জমিন পরের ট্রেলার প্রকাশ হতেই নেটিজেনদের রোষে পড়েছে আমির। গতকাল ১৩ ই মে সিনেমা ট্রেলর লঞ্চ হয়। তারপর থেকেই নেটদুনিয়ায় সিনেমা বয়কটের ডাক দেওয়া হয়েছে।
২০২২ সালের পর এই প্রথমবার বড়পর্দায় দেখা যাবে আমির খানকে। অথচ বিপাকে পড়লো তার সিনেমা সিতারে জামিন পর।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের সিনেমা ‘তারে জমিন পর। বক্স অফিসে সিনেমাটি ঝড় তুলেছিল। তখন থেকেই আমির খান পরিকল্পনা করেছিলেন তারে জমিন পরের সিক্যুয়েল তৈরি করবেন। যেমন ভাবনা, তেমনি কাজ। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ‘তারে জমিন পরের, সিক্যুয়েল সিতারে জমিন পর। আগামী ২০ শে জুন প্রেক্ষাগৃহে আমিরের এ নতুন সিনেমা মুক্তি পাবে।
আমির খানের ঘনিষ্ঠ সূত্র বলছে, সিতারে জমিন পর স্পোর্টস ড্রামা হলেও সিনেমায় হিউমার ও ড্রামার নিঁখুত মিশ্রণ থাকবে যা আমিরের সিনেমার বিশেষত্ব। সিনেমায় কোন ভূমিকায় দেখা যাবে আমিরকে? কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘সিনেমার চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে সিনেমায় আমি মুখ্য চরিত্রে নয়, ছোট চরিত্রে থাকব।’
সেই ছোট চরিত্রই কি কাল হলো! সিতারে জমিন পর সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার পরেই ? নেটিজেনরা মনে করিয়ে দিচ্ছেন ২০২০ সালের একটি ঘটনা। তখন ‘লাল সিং চড্ডা’র শুটিংয়ের জন্য তুরস্কে পাড়ি দিয়েছিলেন আমির। সেই সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগানের স্ত্রী এমাইন এরগোনের সঙ্গে দেখা করেন আমির। দুজনের খোশগল্পে মেতে ওঠার বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে। ভারতের ‘শত্রু’বলে বিবেচিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে কেনো এত ঘনিষ্ঠতা, সেই নিয়ে আক্রমণের মুখে পড়েন আমির।
অপারেশন সিঁদুরের আবহে আবারও ফিরে সেই বিতর্ক আবার ফিরে এসেছে। পুরোপুরি পাকিস্তানের পাশে থাকা তুরস্কের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা টেনেই আমিরের নতুন সিনেমা বয়কটের ডাক দিয়েছে সাইবার দুনিয়ার বাসিন্দারা। যা নিয়ে কিছুটা হলেও বিব্রত টীম আমির খান। কি ভাবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই দিকেই তাকিয়ে সকলে।