অভিমন্যুর অন্তহীন অপেক্ষা, খালি হাতে ফিরতে হচ্ছে ইংল্যান্ড থেকে

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

অভিমন্যু ইশ্বরণের অন্তহীন অপেক্ষা। ইংল্যান্ড সফরেও দলে জায়গা হল না। বছর তিনেক আগে প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছিলেন অভিমন্যু। মূলত ব্যাকআপ ওপেনার হিসাবেই স্কোয়াডে রাখা হয় তাঁকে। কিন্তু ব্যাকআপ থেকে প্রথম দলে খেলার দূরত্বটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, অভিমন্যু স্কোয়াডে ঢোকার পর ১৫ জন ক্রিকেটারের অভিষেক হয়েছে টেস্ট ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটে ১০৩ ম্যাচে ৭৮৪১ রান করেছেন অভিমন্যু। ৪৮.৭০ গড়ে ২৭ শতরান ও ৩১ অর্ধশতরান করেছেন তিনি।

২০২২ থেকে অপেক্ষা করেও শিকে ছেঁড়েনি ২৯ বছর বয়সি অভিমন্যুর কপালে। ৩০টি টেস্টের স্কোয়াডে থেকেছেন তিনি। কিন্তু ওপেনাররা ব্যর্থ হলেও ঈশ্বরণের কথা ভেবে দেখা হয়নি। অস্ট্রেলিয়া সফরেও ভারতীয় দলে জায়গা দেওয়া হয়েছিল ইশ্বরণণকে, কিন্তু তখনও খেলার সুযোগ পাননি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও তিনি সুযোগ পাননি। যশস্বী জয়সওয়াল এই সিরিজে লাগাতার ব্যর্থ হয়েছেন, অন্যদিকে ৩ নম্বরে করুণ নায়ার এবং সাই সুদর্শন সুযোগ পেলেও তাঁরাও ভাল খেলতে পারেননি।

ওভালে ভারতীয় দলে ফিরেছেন করুণ নায়ার। আরও একটা সুযোগ দেওয়া হয়েছে সাই সুদর্শনকে। তা দেখেই প্রশ্ন তুলেছেন ইশ্বরণের বাবা রঙ্গনাথন। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি এখন আর দিন গুনি না। বছর গুনি। তিন বছর হয়ে গেল ও জায়গা পেল না। একজন ব্যাটারের কাজ কী? রান করা। অভিমন্যু সেটাই করেছে। তার পরেও জায়গা পায়নি। আমার ছেলেকে আর কী প্রমাণ দিতে হবে?